আম খাওয়ার উপকারিতা


আম খাওয়ার  উপকারিতাঃ-

.ঘুমের সমস্যার জন্য আম :-ভিটামিন বি কমপ্লেক্স প্রচুর পরিমানে আছে আমে ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরকে সতেজ রাখতে সহায়তা করে   এবং আমাদের স্নায়ুগুলোতে আক্সিজেনের সঠিক ভাবে পরিচালনার জন্য সহায়তা করে যার ফলে আমাদের ঘুমের সমস্যা দূর হয়
২.চোখ ও সর্দি-কাশি : আমে প্রচুর পরিমানে ক্যারোটিন রয়েছে ।ক্যারোটিন চোখ সুস্থ ও সর্দি-কাশি দূরে রাখতে সহায়তা করে ।কাঁচা আমের তুলনায় পাকা আমে ক্যারোটিনের পরিমান বেশি থাকে ।
৩.  দাঁত ও হাড়: কাঁচা আমে প্রচুর পরিমানে ভিটামিন সি রয়েছে । স্কার্ভি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি  
৪.কোষ্টকাঠিণ্য:  প্রচুর ফাইবার ভরপুর আম যা  কোষ্টকাঠিণ্য দূর করতে সহায়তা করে ।
৫.কিডনি সমস্যা :- কিডনির পাথর হওয়ার ঝুকি কমানোর জন্য কাঁচা আমের উপকারিতা রয়েছে ।
৬. অ্যাজমা:- আমে রয়েছে বিটা ক্যারোটিন যা অ্যাজমা  প্রতিরোধে সহায়তা করে ।
৭.স্মৃতিশক্তি:- আমে রয়েছে প্রচুর পরিমানে  গ্লুটামাইন এসিড যা স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সহায়তা করে ।
৮. ডায়াবেটিস : আম ডায়াবেটিস নিয়ন্ত্রনে সহায়তা করে ।
৯.ওজন : আম ওজন কমাতে সহায়তা করে ।
১০. ক্যান্সার: আমে উচ্চ পরিমানে আঁশ ও এন্টিঅক্সিডেন্ট রয়েছে ফলে কোলন ক্যান্সার,প্রোস্টেট ক্যান্সার,স্তন ক্যান্সার লিউকেমিয়া রক্তসল্পতা প্রতিরোধে সহায়তা করে ।
১১. হজম শক্তি: আমে রয়েছে আঁশ,এন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন যা হজমে সহায্য 
করে ।
১২. ব্রণের সমস্যা: আম ভিটামিন সি এ ভরপুর যা লোমকুপ পরিষ্কার রাখতে  সহায়তা করে ফলে ব্রণের সমস্যা অনেকাংশে কমে য়ায় ।
১৩.লিভার: আম লিভার সমস্যা কে দূরে রাখতে সহায়তা করে ।

No comments

Powered by Blogger.