ইসলাম কি?

বিসমিল্লাহির রাহমানির রাহীম



ইসলাম কি?


ইসলাম

ইসলাম শব্দটির এক কথায় অর্থ আল্লাহর নিকট আত্নসমর্পণ করা । একটু ব্যাপক অর্থে আল্লাহ প্রেরিত পয়গম্বরগণ মানবজাতির কল্যাণের জন্য যে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করিয়া গিয়েছেন তাহাকেই ইসলাম বলে  এবং ইসলামের অনুসারীগণকে মসলমান বলে ।

ইসলামের পাঁচটি স্তম্ভ

ইসলামের মূল ভিত্তি পাঁচটি । যথাঃ ১। ঈমান (কালেমা) ২। নামাজ ৩। রোজা ৪। যাকাত ও ৫। হজ্জ্ব


ঈমান

ঈমান অর্থ বিশ্বাস । ইহাই ইসলামের মূল স্তম্ভ । ঈমান ছাড়া কেহ মুসলমান হইতে  পারেনা । ঈমান শব্দটির ব্যাপক অর্থ হইল আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং ফেরেশতা,রাসূল,কিতাব,  জন্নাত-জাহন্নাম ,তাকদীর,তাকদীরের ভাল-মন্দ ,মৃত্যুর পর পুনরুত্থান এবং ভাল মন্দের বিচারের প্রতি বিশ্বাস স্থাপন করা ।
ঈমানের ৩ স্তর ।যথাঃ ১। মুখের দ্বারা স্বীকার করা ২। অন্তর দ্বারা বিশ্বাস করা    ৩। তদানুযায়ী কাজ করা ।
তাছাড়া ঈমানের মোট ৭৭ টি শাখা রয়েছে ।

No comments

Powered by Blogger.