বিল গেটস(Bill Gates) জীবনী



সাফল্য গাঁথা বিল গেটস





যদি অপনি গরিব পরিবারে জন্মেন তাহলে এটা আপনার ভুল নয় আর যদি আপনি গরিব থেকেই মরে যান তাহলে এটা আপনার ভুল এই কথা বলেন দুনিয়ার সবথেকে ধনি ব্যাক্তি বিল গেটস(Bill Gates) American business magnate,entrepreneu investor,author and philanthropist
যিনি তার সততা পরিশ্রম দিয়ে এমন এক সফলতা পেয়েছেন যে সে যদি এই বিশ্বে নিজের জন্য একটি আলাদা দেশ তৈরী করে তাহলেও সে দেশ বিশ্বের মধ্যে ৩৭ তম ধনী দেশ হিসেবে গণ্য হবে
বিল গেটস(Bill Gates) এর প্রতি দিনের ইনকাম ১০২ কোটি ডলার ,বলা হয় যে বিল গেটস(Bill Gates) যদি পরো পৃথিবীর প্রত্যেক ব্যাক্তিকে নিজের সম্পত্তির সমান সামান ভাগ করে যদি দেয় তাহলে প্রত্যক ব্যাক্তির ভাগে ৫০০০ টাকা করে পড়বে


Forbes  এর তথ্য অনুযায়ী যখন তার সম্পদ ১.২৫ বিলিয়ন  ছিল তখন  Forbes   পত্রিকায় ১৯৮৭ সালে বিল গেটস(Bill Gates) এর নাম ৪০০ বিলিয়নের মধ্য তার নাম আসে । স্বীকৃতি দেওয়া হেয় তাকে সবথেকে কম বয়সী বিলিয়নার হিসেবে ।
World No 1 richest man



এর পর থেকে সফলতা সম্মান  যেন  তাকে খুজতে লাগল তার সম্পত্তিতে যোগ হল আরো ৯০০ বিলিয়ন । আর তিনি হয়ে গেলেন বিশ্বের ১ নম্বর ধনী । টানা ১৬ বছর ১৯৯৩ থেকে ২০০৭ পর্যন্ত ‌তিনি প্রথম স্থানে ছিলেন । ২০০৯,১৪,১৫,১৬,১৭ সালেও ছিলেন।
বর্তমানে ২০১৯ থেকে বিল গেটস(Bill Gates)  ২য় নাম্বারে রয়েছেন ।

বিল গেটস(Bill Gates)  ২০০৪ সাল থেকে তার পুরো সময় দিয়ে দেন জনসাধারনের সেবার  জন্য ।বিল গেটস(Bill Gates)  এং তার স্ত্রী মেলিন্ডা মিলে ২৪ মিলিয়ন মার্কিন ডলার তাদের দাতব্য প্রতিষ্ঠানে ব্যায় করেন । তারা বিশ্বব্যাপি মানুষের স্বাস্থেরে জন্য  টাকা খরচ করতে আসেন ।
Bill gates ‍and his wife



বিল গেটস(Bill Gates)  বিভিন্ন অনুদান দেন ।
বিল গেটস(Bill Gates)  ডক্টরেট ডিগ্রি তে ভূষিত হন ২০০ সালে নায়েনরোড বিজনেজ ইউনিভার্সিটিতে,২০০২ সালে রয়েল ইন্সটিটিউড অব টেকনোলজিতে,২০০৫ সালে টোকিও ওয়াসেদা  ইউনিভার্সিটিতে, ২০০৭ সালে চীনের সিংহুয়া ইউনিভার্সিটিতে ও হার্ভার্ড ইউনিভার্সিটিতে , ২০০৮ সালে  ক্যারোলিন্সকা ইউনিভার্সিটিতে এবং ২০০৯ সালে কেমব্রিজ ইউনিভার্সিটিতে।
তিনি ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেজন 1992 এ পুরুষ্কার প্রাপ্ত হন ।
বিল গেটস(Bill Gates)  এং তার স্ত্রী মেলিন্ডালাকে 2005 সালে persos of the year ভূ্যিত করা হয় ।
রানী ২য় এলিজাবেথ ২০০৫ সালে ।বিল গেটস(Bill Gates) কে honorary knight commander of the order of the british empire (KBE) পদে ভূষিত করেন ।
তাছাড়া অনেক পুরুষ্কারে তিনি ভূষিত হন ।



বিল গেটস(Bill Gates) এর আসল নাম বিল গেটস(Bill Gates) এর জন্ম ১৯৫৫ সালের ২৮ অক্টোবর ওয়াশিংটনের সিয়াটলে জন্ম গ্রহন করেন


বিল গেটস(Bill Gates) এর পিতা ছিলেন উইলিয়াম হেনরি গেটস সিনিয়র (William Henry Gates) যিনি বিখ্যাত আইনজীবী ছিলেন আর তার মাতার নাম মেরি ম্যাক্সয়েল গেটস
বিল গেটস(Bill Gates) মা-বাবা আইনজীবী হিসেবে তার ক্যারিয়ার গড়ার সপ্ন দেখেছিলেন কিন্তু বিল গেটস(Bill Gates)  কে ছোট থেকেই কম্পিউটার তার প্রোগ্রামিক ভাষায়  অনেক বেশি আগ্রহ ছিল তার প্রথম ১৩ বছর বয়সে লেকসাইড স্কুলে ভর্তি হন


লেকসাইড স্কুলে শিক্ষার্থীদের কম্পিউটার শিখতে কম্পিউটার সর্ম্পকে আরো যানতে স্কুলের তরফ থেকে শিক্ষার্থীদের কম্পিউটার দিয়ে দেওয়া হয় ফলে বিল গেটস(Bill Gates) এর কম্পিউটার এর প্রতি আগ্রহ আরো বেশি করে হতে থাকে বিল গেটস(Bill Gates) এর কম্পিউটার শিখার থেকে বেশি আগ্রহ ছিল যে কম্পিউটার কাজ করে কিভাবে কিছু বছর কম্পিউটার সর্ম্পকে  কিছু জানার পর সে বেসিক কম্পিউটার এর ভাষায় tik tac toe নামের একটি প্রোগ্রাম বানায় যা ছিল একধরনের  গেম(GAME) এই গেম(GAME) বিশেষ জিনিস এটা ছিল যে যে কোন ব্যাক্তি গেম কে কম্পিউটার এর সাথে খেলতে পারত মানে গেম কে খেলার জন্য দুটো লোকের প্রয়োজন ছিল না (তখনকার সময়ে এরখম গেম ছিল না)




স্কুল জীবনের সময় তার দেখা পলে এলেন এর সাথে হয় পল এলেন  বিল গেটস(Bill Gates) এর থেকে দুই বছরের বড় ছিলেন কম্পিউটার সর্ম্পকে নিজেদের ধরানা মতামতের করনে এরা দুজন ভাল বন্ধু হয়ে যায় কিন্তু অপর দিকে তাদের দুজনের স্বভাব ছিল এক অপর থেকে ভিন্ন ।। পল এলেন  অনেক শান্ত স্বভাবের ছিলেন কিন্তু বিল গেটস(Bill Gates) ছিলেন চঞ্চল স্বভাবের
স্কুল কৃর্তপক্ষ তাকে এবং পল এলেন  কে স্কুল কম্পিউটার ল্যবে যাইতে বারন করেছিলেনকারন  তারা পড়াশুনা বাদ দিয়ে সারাদিন কম্পিউটার ল্যাবে সময় ব্যায় করতেন এবং কম্পিটার এর সফটওয়্যার উলটপালট করতেন কিছুদিন পর এই শর্তে তাদের দুজন কে ল্যাবে আসতে দেওয়া হয় যে তারা প্রোগ্রামে ERRor বের করবেন্ এই সময় গেটস আরো একটি সফটওয়্যার বনান যা স্কুলের Time Table Schedule কাছে আসত


সাল ১৯৭০ বিল গেটস আর এ্যালেন মিলে  একটা প্রোগ্রাম বানান যা শহরের ট্রাফিক প্যাটেন নজর রাখত তারা এই প্রোগ্রামের জন্য বিশ হাজার ডালার পান যা তাদের প্রথম ইনকাম ছিল ১৯৭৩ তারা লেক সাইড স্কুলে থেকে পাশ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে স্টিভ বালমার(Steve Ballmer) এর সাথে তার পরিচয় ঘটে যিনি আজ বর্তমান মাইক্রোসফটের সহকারী পরিচালক তিনি তার স্কুল Friend পল এল্যান থেকে হার্ভার্ড ভর্তি হতে বলেন পল এল্যান বন্ধুর কথা ফেলতে না পেরে চলে এলেন  হার্ভার্ডে



তার পর ইলেকট্রনিক ক্যালকুলেটর ব্যাক্তিগত কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠান MITS (Micro instrumentation and telemetry system) এর Altair 8800 তৈরী করে MITS Altair 8800 তৈরী করার পর MITS প্রেসিডেন্ট এর সাথে যোগাযোগ করার পর প্রেসিডেন্ট কে বললেন Altair 8800 তে তারা নতুন প্রোগ্রাম যোগ করতে চান তাদের কথা শুনে আগ্রহী হয়ে প্রেসিডেন্ট তাদের ডেমো তৈরী করতে বললে বিল Basic  নামে নামে ডেমো তৈরী করে MITS কে দেন এবং MITS তাদের কম্পিউটারে ডেমো ব্যবহার করে অনেক ভালো  তাদের কল্পনার বাহিরে  ফলাফল পায়পরবর্তীতে বিলের বানানো প্রোগ্রাম তাদের কম্পিউটারে যোগ করে নতুন সংস্কার বাজারে ছাড়ে
কাজ করার পর পল এল্যান MITS  কাজ করেন


বিল গেটস ১৯৭৫ গ্রেজুয়েট কম্পলিট না করে কলেজ ছেড়ে দেন  এবং  পলকে সাহায্যে করার জন্য তিনিও MITS যান
 ২৬ নভেম্বর ১৯৭৬ বিল গেটস পল মিলে অংশিদার হয়ে নিউ মেক্সিকোর আলবুকার্ক ( New Mexico,Albuquerque   মেক্সিকোর বানিজ্য সচিবের অনুমতিক্রমে MITS আওতায়   Microsoft এর প্রথম অফিস খুলেন পরবর্তীতে MITS থেকে Microsoft সম্পূন আলাদা হয়ে যায় ১৯৭৭ সাল থেকে সফটওয়্যার  ডেভলেপমেন্টের উপর কাজ শুরু করে পরে বিলের ভাবনা থেকে Microsoft কে  তারা নিজ দেশ ওয়াশিংটন শহরের Bellevue শহরে নিয়ে আসেন তারপর তারা কম্পানীর জন্য লোনের আবেদন করেন বিভিন্ন ব্যাংক কিন্তু কোন ব্যাংক তাদের লোন দিতে রাজি হয় নাই শেষমেশ তার একটি ব্যাংক থেকে লোন পায়    


১৯৮০ সালে একক কম্পিউটার তৈরীর সিধান্ত নেয় IBM এবং Acron  নামে গোপন প্রজেক্ট শুরু করে আর Microsoft কে নিযোগ করা হয় সেই কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরীর জন্য Microsoft  PC-dos নামক একটি অপারেটিং সিস্টেম তৈরী করে IBM কে দিলেন PC-dos অপারেটিং সিস্টেম সম্পূন্ন Microsoft এর তৈরী নয় বিল গেটস(Bill Gates ওয়াশিংটন শহরের সিয়াটলের হার্ডওয়ার এর একটি দোকান থেকে QD-Dos(Quick and dirty dos)  কিনে কিছু পরির্তন করে IBM এর অনুযাযী আর নাম দেন Pc-dos



১৯৮৫ থেকে তার আসল সফলতা তাকে দেখা দিতে লাগল তার সপ্ন অনুযাযী  ২০ নভেম্বর নিজের তৈরী প্রথম প্রথম অপারেটিং সিস্টেম Windows 1.0  বাজারে প্রকাশ করলেন
১৯৩২ সালে IBM আওতা থেকে সম্পুন্ন মুক্ত হয়ে আলাদা একের পর এক Microsoft Windows এর এডিশন ছাড়ার পর  Microsoft সকলের কাছে পৌছে গেল এবং এর নাম চারদিকে ছড়িয়ে পড়ল এবং বাজারে শক্ত আসন পাতল Microsoft



Windows 3.0 – year 1990.
Windows 95 – year 1995
Windows 98 – year 1998
Windows 2000,office 2000,windows ME – year 1999
Windows CE, microsoft.net   – year 2000
Windows XP- year 2001
Windows XP Media Centre and Xbox 360- year 2005
Windows Vista- year 2006
Windows word 2007- year 2007
Microsoft Windows  Server- year 2008
Windows 7- year 2009
Windows 7-2012
Windows 10- 2015


এ অপারেটিং সিস্টেম এর বৌদলতে ঘরে ঘরে কম্পিউটার পৌছে গেছে । কোড লিখে কম্পিউটার চালা বাতিল করে চিত্র ভিত্তিক অপারেটিং সিস্টেম চালু করে বিল গেটস(Bill Gates)  সহজ করে দিল কম্পিউটার চালানো



দেখতে দেখতেই কম্পিউটার সফটওয়্যার এর দুনিয়ায় সর্বচ্চ স্থান অধিকার  করে
বিল গেটস(Bill Gates) সম্পত্তি দে তারে বাচ্চাদের কোন অধিকার থাকবে না বিল গেটস(Bill Gates) বলেন সে তার বাচ্চাদের ভাল শিক্ষা দিবেন কিন্তু ইনকামের জন্য তাদের রাস্তা নিজেদেরই বের করতে হবে বিল গেটস(Bill Gates) কে ছোট থেকেই মানুষের সাহায্য করা ভাল লাগত আজ সে গরিব অসহায় লোকের জন্য প্রত্যেক বছর সে কোটি কোটি টাকা দান করেন বিল গেটস(Bill Gates) তার জীবনে কখনো হার মানেন নি


সে শুরু থেকে এটাই মানেন যে ভুল তো সবার থেকেই হয়  কিন্তু হই ভুল কে যে সঠিক করার চেষ্টা করেন সেই জীবনে সফল হয়

No comments

Powered by Blogger.