অনার্স- মাস্টার্স ফাইনাল পরীক্ষা ৮০ নাম্বারের পরীক্ষা বাতিল করে ১০০ নম্বরের করা হয়েছে



বিগত ৮ ফ্রেবুয়ারী ২০২০ এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে ৯১ তম একাডেমি কাউন্সিল সভায় অনার্স- মাস্টার্স পরীক্ষায় ৮০ নাম্বারের পরীক্ষা বাতিল করে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়ার সিধান্ত নেওয়া হয়েছে।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সকল কলেজ গুলোতে আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্স- মাস্টার্স পরীক্ষায় ৮০ নাম্বারের পরীক্ষা বাতিল করে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ ।

পূর্বে প্রতিদিন কলেজে ছাত্র-ছাত্রীর উপস্থিতি ও ইনর্কোস পরীক্ষার ভিত্তিতে ২০ (বিশ) নাম্বার দিতেন শিক্ষকরা । শিক্ষকরা ২০ নাম্বারের মধ্যে সকলকে ২০ দিতেন না ।যারা উপস্থিতি ও ইনর্কোস পরীক্ষায় ভালো করতেন তাদেরকেই শুধু দিতেন ।

কিন্তু এখন থেকে ফাইনাল পরীক্ষায় ছাত্রছাত্রীরা ১০০ নাম্বারের পরীক্ষা দিবে । শিক্ষকের হতে থাকবে না উপস্থিতি ও ইনর্কোস পরীক্ষার ভিত্তিতে ২০ নম্বর ।

আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্স- মাস্টার্স পরীক্ষার সকল কোর্সগুলোতে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

08-02-2020 এ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত নোটিশঃ

No comments

Powered by Blogger.