অজু করার নিয়ম


                                                        বিসমিল্লাহির রাহমানির রাহীম
অজু করার নিয়ম



অজুর বিবরণ

নবী পাক ( সাঃ ) বলেন-“ কেয়ামতের দিন আমার উম্মতগণকে এমন অবস্থায় পেশ করা হবে যে, তখন তাদের চেহারা দুনিয়ায় থাকতে যে অজু করেছিল, উহার করকতে এমন ঝকমক করেতে থাকেবে – যেমন ঘোড়ার কপালে দাঁদ উজ্জল দেখায় সুতরাং  যে ব্যাক্তি নিজের চেহারাকে কেয়ামতের দিন অধিককতর উজ্জল করতে চায় ,তার অধিক অজু করা উচিত ।
অপর এক হাদিসে বলা হয়েছে- “কেউ যখন উত্তমরূপে অজু করে তখন অজুর পানি শরীর হতে গড়িয়ে পড়ার সাথে সাথে কোন কোন গুনাহ ঝরে যায় ।
তিরমিজী শরীফে বর্ণিত এক হাদিসে আছে যে, হযরত রাসূলুল্লাহ ( সাঃ ) নামাযকে  বেহেশতের চবি এবং অজুকে নামাযের চাবি স্বরূপ বলেছেন ।
বস্তুতঃ বিনা অজুতে নামায পড়া দুরস্ত নেই । বিনা অজুতে নাময পড়িলে তো হইবেই না, বরং পাপী হয়তে হইবে ।

অজুতে চার (৪) ফরজঃ-

১.  কপালের উপরিভাগে চুল গজাবার স্থান হতে নীচ  পর্যন্ত এবং পার্শ্বের দিকে ‍দুই কানের লতি  পর্যন্ত পুরা মুখমন্ডল ধৌত করা ।
২. কনুই সহ দুই হাত ধোয়া ।
৩. মাথা মছেহ করা ।
৪. দুই পায়ের টাখনুসহ ধোয়া ।

অজু করার নিয়ম

১. অজুর নিয়ত করা । অজুর নিয়ত করা  সুন্নাত ।  


অজুর নিয়ত

উচ্চারণঃ নাওয়াইতু আন আতাওয়াযায়া লিরাফইল হাদাসি ওয়াস তিবাহাতিল লিস্সালাতি ওয়া তাক্বাররুবান ইলাল্লাহি তায়ালা ।

অর্থঃ- আমি নাপাকি দূর করার, শুদ্ধরূপে নামায পড়ার ও আল্লাহ্ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে অজু করছি ।

২.আজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত ।
৩. দুই হাতের কবজি সহ তিন বার ধোয়া ।
৪. মেসওয়াক বা দাঁতন দ্বারা দাঁত পরিষ্কার করা ।
৫. প্রত্যেকবারে নতুন পানি  দ্বারা তিন বার কুলি করা ।( রোজাদার না হলে কলিতে গড়গড়া করা।)                                        
৬. প্রত্যেকবারে নতুন পানি  দ্বারা নাক সাফ করা ।
৭. সমস্ত মুখ তিন বার ধোয়া ।
৮.  ঘন দাড়ি ‍খিলাল করা মুস্তাহাব ।
৯. দুই হাতের কনুই সহ তিন বার ধোয়া সুন্নত ।
১০. দুই হাতের আঙ্গুলী খিলাল করা সুন্নাত ।
১১. সমস্ত মাথা একবার মসেহ করা ।
১২. দুই কান মাসাহ করা সুন্নাত ।
১৩. গর্দান মাসাহ করা মুস্তাহাব ।
১৪. দুই পায়ের টাকনু সহ তিন বার ধোয়া  সুন্নাত ।
১৫. দুই পায়ের আঙ্গুলী খিলাল করা সুন্নাত ।
১৬.  অজুর শেষে কালিমা শহাদাত পড়া মুস্তাহাব ।

কালেমা শাহাদাত ( সাক্ষ্য বাক্য )

উচ্চারণঃ- আশ্হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা-শারীকালাহু ওয়া আশ্হাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু





অর্থঃ- আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই । তিনি এক, তার কোন শরীক ( অংশীদার )নাই এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ ( সাঃ ) আল্লাহর বান্দা ও প্রেরিত রাসূল ।

  



No comments

Powered by Blogger.