সেহরীর ও ইফতার এর নিয়ত


 সেহরীর ও  ইফতার এর   নিয়ত



রোযার নিয়ত






উচ্চারণঃ নাওয়াইতু আন আছুমা গ্বাদাম মিন্ শাহরি রমাদ্বানাল মোবারাকি ফারদ্বাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আন্তাছ সামীউ‘ল আ’লীম ।



অর্থঃ হে আল্লাহ ! আমি আগামী দিন পবিত্র রমজান শরীফের, তোমর নির্দেশিত ফরজ রোযা রাখার নিয়ত করলাম। অতএব, হে দয়াময় ! আমার থেকে এটি কবুল কর, নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও জ্ঞানী ।


ইফতার করিবার নিয়ত



উচ্চারণঃ আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।


অর্থঃ হে আল্লাহ ! তোমারই খুশির জন্য রোজা রাখলাম ও তোমারই আহার্যের উপর নির্ভর করলাম এবং এখন তোমারই রহমতে ইফতার করছি, হে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহকারী ।

No comments

Powered by Blogger.