নামাযের জন্য কতিপয় সূরা


                   বিসমিল্লাহির রাহমানির রাহীম

                                কতিপয় সূরা
নামাযের জন্য কতিপয় সূরা




সূরা আল ফাতেহা

উচ্চারণঃ আল্হামদু লিল্লাহি রাব্বিল আলামীন। আর রাহমানির রাহীম । মালিকি  ইয়াওমিদ্দীন । ইয়্যাকা না’বুদু ওযাইয়্যাকা নাস্তাঈ’ন । ইহদিনাচ্ছিরাত্বাল মুস্তাকীম,ছিরাতাল্লাজীনা আন্আমতা আলাইহিম। গাইরিল মাগ্দুবি আলাইহিম ওয়ালাদ্দোয়ালীন।(আমীন)

সূরা আন-নাস

উচ্চারণঃ কুল আউজু বিরাবিন্নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস্। মিন শাররিল ওয়াস ওয়াসিল খান্নাস । আল্লাজী ইউওয়াসবিসু ফি ছুদুরিন্নাস্ মিনাল জিন্নাতি ওয়ান্নাস্।

সূরা আল-ফালাক

উচ্চারণঃ কুল আউজুবিরাব্বিল ফালাক । মিন শাররি মা খালাক ওয়ামিন শাররি গাছিকিন ইজা অকাব । ওয়া মিন শাররিন্নাফ-ফাছাতি ফিল উ’কাদ। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ ।

সূরা আল-ইখলাছ

উচ্চারণঃ কুলহু ওয়াল্লাহু আহাদ । আল্লাহুচ্ছামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ । ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

সূরা লাহাব

উচ্চারণঃ তাব্বাত ইয়াদা আবী লাহাবিও ওয়াতাব্বা । মা-আগনা আন্হু মালুহু ওয়ামা কাসাব । ছাইয়াছলা না-রান জা-তা লাহাবিও ওয়ামরাআতুহু । হাম্মা লাতাল হাতাব। ফী জীদিহা হাবলুম মিম মাসাদ।

সূরা আন-নাসর


উচ্চারণঃ ইয়া-জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু,ওরাআই তান্নাসা 

ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহী আফওয়াজা, ফাসাব্বিহ বিহামদি 

রাব্বিকা ওয়াসতাগ ফিরহু  ইন্নাহু কানা তাওয়াবা ।


 সূরা আল-কাফিরূন

উচ্চারণঃ কুল ইয়া আইয়ুহাল কাফিরূন।লাআ’বুদু মা তা বুদুন । ওয়ালা আনতুম আবিদুনা মা-আ’বুদ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা আনতুম আবিদুনা মা আ’বুদ। লাকুম দ্বীনুকুম ওয়ালিয়া দ্বীন।
সূরা আল-কাওসার

উচ্চারণঃ ইন্না- আ’তাইনা কাল কাওসার । ফাছাল্লি লিরাব্বিকা ওয়ানহার । ইন্না শানিয়াকা হুয়াল আবতার ।
সূরা আল- মাউন

উচ্চারণঃ আরাআই তাল্লাজী ইউকাযযিবু বিদ্দীন । ফাজালিকা-ল্লাজী ইয়াদু’উল ইয়াতীম । ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বয়ামিল মিসকিন । ফাওয়াইলুল লিল  মুসাল্লীন । আল্লাযীনা হুম্ আন্ সালা-তিহীম সাহুনাল্লাজীনা হুম ইউরা-উনা ওয়া ইয়ামনাউনাল মা-উন।
সুরা আল-কুরাইশ

উচ্চারণঃ লি-ইলাফী কুরাইশিন্ ঈলাফিহিম রিহলাতাশ শিতায়্যি অচ্ছাইফ । ফাল্‌ইয়া’বুদু রাব্বা হাযাল বাইতিল্লাজি আত আমাহুম্মিন জুয়িও ওয়া আমানাহুম মিন খাউফ ।
সূরা আল-ফীল

উচ্চারণঃ আলাম তারা কাইফা ফায়ালা রাব্বুকা বি আসহাবিল ফিল । আলাম ইয়াজয়াল কাইদাহুম ফি তাদলিলীও । ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবীল । তারমিহিম বিহিজারাতিম মিনছিজ্জিলিন । ফাজায়ালাহুম কাআছফিম্ মা’কুল ।
সূরা ক্বদর

উচ্চারণঃ (১) ইন্না  আনজালনাহু ফি লাইলাতিল ক্বাদরি। (২) ওয়ামা আদরাকা মা লাইলাতুল ক্বাদরি । (৩) লাইলাতুল ক্বাদরি খাইরুম মিন আলফি শাহর । (৪) তানাজ্জালুল মালাইকাতু ওযাররূহ,ফিহা বি –ইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন । (৫) সালামুন, হিয়া হাত্তা মাতলাইল ফাজর ।

আয়াতুল কুরসী

উচ্চারণঃ অল্লাহু লা-ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল্ কাইয়্যুম । লা-তা খুজুহু সিনাতুও ওয়ালা নাউম । লাহু মা-ফিস সামাওয়াতি ওয়ামা ফিল্ আরদি । মান্ জাল্লাজি ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি  ইয়্যা’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম । ওয়ালা ইউহীততুনা বিশাইয়িম মিন্ ইলমিহি ইল্লা বিমা শা-য়া । ওয়াসিয়া কুরসিয়্যুহুস ছামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল্ অলীয়্যুল আজীম।

No comments

Powered by Blogger.