ফরজ গোসলের নিয়ম




বিসমিল্লাহির রহমানির রাহিম

স্ত্রী সহবাস, কামভাবে  বীর্যপাত, সপ্নদোষ  এবং হায়েয নেফাস ইত্যাতি কারণে শরীর নাপাক হয় । নাপাক শরীর পাক করিতে হইলে গোসল করা ফরজ। দুই ঈদ এবং জুমুআর দিনে গোসল করা সুন্নাত এবং উপরোক্ত দুই অবস্থা ব্যতীত অন্য সব গোসল মুস্তাহাব ।

গোসলের তিনটি ফরজ।

১. গড়গড়ার সাথে কুলি করা ।
২. নাকে পানি দেওয়া ।
৩.সর্ব শরীর পানি দ্বারা ধোয়া যাতে কোথাও চুল পরিমান জায়গা শুকনো না থাকে ।


ফরজ গোসলের নিয়ত

উচ্চারণঃ- নাওয়াইতুল গোসলে লিরাফইল হাদাছি ওয়াল জানাবাতী ।
অর্থঃ ছোট বড় নাপাকী দূর করিবার জন্য আমি গোসলের নিয়ত করিলাম।

ফরজ গোসলের নিয়ম

নিয়্যাতের পর উভয় হাত কব্জি পর্যন্ত ধুইবে । এরপর শরীরের কোন জায়গায় নাপাকি থাকলে ধুইবে। তারপর পা ধুয়া ব্যাতীত অজু করবে । অজুর পরে ডান কাধে তিনবার তারপর বাম কাধে তিনবার পানি ঢালবে এরপর গোসলের জায়গা থেকে একটু দূরে গিয়ে পা ধুইবে ।


No comments

Powered by Blogger.