জেলা প্রশাসক বা ডিসি যেভাবে হবেন




সপ্ন সবার সোনার হরিণ পবার বি সি এস পরীক্ষার মাধ্যামেই সেই সোনার হরিণ লাভ করার সুযোগ হয় ।
  সোনার হরিণ লাভের জন্য করতে হয়  কষ্ট সাধনা ত্যাগ সাধনা, পৃথিবী এক পাশে রেখে  বিসি এস প্রার্থী তার প্রিপারেশন নিয়ে থাকেন ।  
চাকরীরির উর্ধমূখী বাজারে বিসি এস ই হল সোনার হরিন ।এখন কার বাজারে পিয়নের চাকরির জন্যও ঘুষ দিতে হয় ।
কিন্তু বি সি এস এ  এসে প্রভাব খাটে না ঘুষ এর আপনার যোগ্যায় আপনাকে নিয়ে যাবে সাফল্যর চূড়ায়   
আপনি বলতে পারেন  বলতে পরিশ্রমের মূল্য এখানে দেওয়া হয় ।   
বিসি এস কয়েকটি ক্যাটাগরিতে বিভক্ত  
আজ জনাবো আপনাদের অপনি কিভাবে ধাপে ধাপে সপ্নের  জেলা্ প্রশাসন  বা ডিসি হবেন ।
জেলা প্রশা্সন বা ডিসি হতে হলে আপনাকে  কয়েক টি ধাপ অতিক্রম করতে হবে
পরীক্ষা দিতে হবে বিসি এস এর প্রশাসন এ ।
তার পর পরীক্ষার সকল ধাপ উর্ত্তীণ হলে অপনি নিচুস্থরের কয়েকটি  পদে চাকুরি লাভ করবেন।
যেমনঃ
সহকারি কমিশনার (ভূমি),ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী জেলা প্রশাসক ইত্যাদিতে ক্রমে ক্রমে কাজ করে আপিনাকে জেলা প্রশাসক বা ডিসি হতে হবে ।


No comments

Powered by Blogger.