বি সি এস (ক্যাডার বা বাংলাদেশ সিভিল সার্ভিস কি?

 বি সি এস (ক্যাডার  বা  বাংলাদেশ সিভিল সার্ভিস কি?

বাংলাদেশ সিভিল সার্ভিস অথাৎ বি সি এস (ক্যাডার ) কি?


বাংলাদেশ সিভিল সার্ভিস অথাৎ বি সি এস (ক্যাডার ) পরীক্ষা হচ্ছে সিভিল সার্ভিস এ ঢোকার পরীক্ষা । বি সি এস (ক্যাডার ) হল সরকারী চাকরি।
 সিভিল সার্ভিস দুই ভাগে বিভক্ত
১, মিলিটারি
২.সিভিল
মিলিটারি বলতে আর্মি নেভি,এয়ারফোর্স বোঝায়।
আর ম্যাজিস্ট্রেট,জেলা প্রশাসক ,মন্ত্রালয়ের সচিব,পুলিশ,ট্যাক্স,কাস্টমস,অডিট,শিক্ষা ইত্যাদি ২৭ টি সার্ভিসকে সিভিল বোঝায়।
বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয় বিসি এস পরীক্ষার দ্বারা নিযোগপ্রাপ্ত প্রাপ্ত ক্যাডারদের। তাই এদর সিভিল সার্ভিস ক্যাডার বা বিসিএস ক্যাডার বলা হয় । সরকারি চাকুরির সুনিদিষ্ট দায়িত্ব পালনের জন্য তাদের এ প্রশিক্ষণ দেওয়া হয় ।
বি সি এস (ক্যাডার) দের বলা হয় প্রথম শ্রেণীর গেজেট অফিসার কারন সরকারি চাকুরির চার শ্রেনঅর মধ্যে এরাই প্রতম শ্রেণীতে অবস্থান করে । স্বয়ং রাষ্টপতি এদর নিয়োগ প্রদান করেন এবং নিয়োগের সময় গেজেট বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । এরা সরকারি যে কোন দপ্তরে সর্বচ্চো ক্ষমতার অধিকারী হয়ে থাকেন।
বি সি এস (ক্যাডার) দুই প্রকারঃ-
১. জেনারেল (পুলিশ,এডমিন,পররাষ্ট্র ইত্যাদি)।
২. টেকনিকাল( শিক্ষা,স্বাস্থ্য,কৃষি ইত্যাদি ।)
জেনারেল ক্যাডার যে কোন বিভাগ/বিষয় থেকে পরীক্ষা দিতে পারেন কিন্তু টেকনিকাল ক্যাডার হতে হলে নিদিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ।



বিসি এস (ক্যাডার ) ২৭ টি ভাগে বিভক্ত
1.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন)
সাধারণ ক্যাডার
2.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি)
কারিগরি-পেশাগত ক্যাডার
3.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (আনসার)
সাধারন ক্যাডার
4.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (নিরীক্ষা ও হিসাব )
সাধারন ক্যাডার
5.        
বাংলাদেশ সিভিল সার্ভিস(সমবায় )
সাধারন ক্যাডার
6.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (শুল্ক ও আবগারি)
সাধারন ক্যাডার
7.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক)
সাধারন ক্যাডার
8.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা)
সাধারন ক্যাডার
9.        
বাংলাদেশ সিভিল সার্ভিস (মৎস্য)
কারিগরি-পেশাগত ক্যাডার
10.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (খাদ্য)
সাধারণ কারিগরি-পেশাগত ক্যাডার
11.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র)
সাধারণ ক্যাডার
12.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (বন)
কারিগরি-পেশাগত ক্যাডার
13.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা)
কারিগরি-পেশাগত ক্যাডার
14.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য)
কারিগরি-পেশাগত ক্যাডার
15.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (তথ্য)
সাধারণ কারিগরি-পেশাগত ক্যাডার
16.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (পশু ও সম্পদ)
সাধারণ কারিগরি-পেশাগত ক্যাডার
17.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (পুলিশ)
সাধারণ ক্যাডার
18.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (ডাক)
সাধারণ ক্যাডার
19.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (জনস্বাস্থ্য প্রকৌশল)
কারিগরি-পেশাগত ক্যাডার
20.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (গণপূর্ত)
কারিগরি-পেশাগত ক্যাডার
21.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে প্রকৌশল)
কারিগরি-পেশাগত ক্যাডার
22.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক)
সাধারণ কারিগরি-পেশাগত ক্যাডার
23.    
বাংলাদেশ সিভিল সার্ভিস( সড়ক ও জনপথ)
কারিগরি-পেশাগত ক্যাডার
24.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিসংখ্যান)
কারিগরি-পেশাগত ক্যাডার
25.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (কর)
সাধারণ ক্যাডার
26.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (কারিগরি শিক্ষা)
কারিগরি-পেশাগত ক্যাডার
27.    
বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য)
সাধারণ কারিগরি-পেশাগত ক্যাডার


No comments

Powered by Blogger.