বি সি এস (ক্যাডার ) পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা


বি সি এস (ক্যাডার ) পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা বা শর্ত 


বাংলাদেশ সিভিল সার্ভিস অথাৎ বি সি এস (ক্যাডার ) হওয়ার স্বপ্ন তো অধিকাংশ ছাত্রছাত্রীর । বি সি এস কে অনেকে আবার সোনার হরিণ ও বলে থাকেন । বি সি এস (ক্যাডার ) হওয়া মানে লাইফ চেন্স ।

সবার কপালে জুটে না বিসি এস (ক্যাডার হওয়ার স্বপ্ন ।

বিসি এস (ক্যাডার ) শুধু মাত্র মেধাবী দের জন্য যারা সাধানা,পরিশ্রম,ত্যাগ স্বীকার করতে পারবে তারাই বিসি এস এ ঠিকতে পারবে এবং পাবে সোনার হরিণ ।

বিসি এস (ক্যাডার ) পরীক্ষা বাংলাদেশের সব থেকে বড় প্রতিযোগিতা মূলক পরীক্ষা গুলোর মধ্যে একটি ।

বিসিএস পরীক্ষা ৩ টি ধাপে অনুষ্ঠিত হয়ঃ

এমসিকিউ

লিখিত

মৌখিক পরীক্ষা

সমস্থ প্রক্রিয়া অথ্যাৎ বিজ্ঞপ্তি থেকে ফলাফল পর্যন্ত সর্ম্পূন্ন হতে সময় লাগে এক থেকে দুই বছর।(কমপক্ষে)

বাংলাদেশ সিভিল সার্ভিস অথাৎ বি সি এস (ক্যাডার ) পরীক্ষায় অংশগ্রহনের যোগ্যতা বা শর্ত নিন্মে দেওয়া হলঃ-


শিক্ষাগত যোগ্যতাঃ

  • মার্স্টাস করে আপনি বিসিএস এ আবেদন করতে পারেন ।

  • ৪ বছরের অনার্স কোর্স করেও আপনি বিসিএস এ আবেদন করতে পারেন ।

  • তিন বছরের ডিগ্রি কোর্স সম্পূন্ন করে আপনি বিসিএস এ আবেদন করতে পারবেন না কিন্তু ২ বছরের মার্স্টাস কোর্স সম্পূন্ন করে আপনি আবেদন করতে পারেন ।

  • বিসিএস এ আবেদনের জন্য শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ সর্বোচ্চ একটি গ্রহন যোগ্য ।

             তৃতীয় বিভাগ হল জিপিএ ২.০ এর কম ।







  •  আবেদন কারীকে অবশ্যয় বাংলাদেশের নাগরিক হতে হবে

  • যদি আপনি বিদেশি নাগরিককে বিয়ে করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না।

  •  সরকারী চাকুরীকে কর্মরত কেউ যদি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে অনুমতি নিতে হবে তার পর অংশগ্রহন করতে হবে ।

  •  বয়সঃ মুক্তিযোদ্ধা কোটাধারীদের ,প্রতিবন্ধী ও স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীর বয়স সীমা ২১ থেকে ৩২ বছর ।

অনান্য সকল প্রার্থীর ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছর । 

আবেদন করা যাবে না প্রার্থীর বয়স কম বা বেশি হলে। 





No comments

Powered by Blogger.