কিভাবে আইনজীবী বা অ্যাডভোকেট হবেন

এ্যাডভোকেট বা আইনজীবী হবেন ভোবে 







আজ কাল সকলে বেছে নিতে আগ্রহী হচ্ছেন আইন পেশা । কারন এ পেশা স্বাধীন । আগে খুব সহজে আইন পাশ করে বার কাউন্সিলের মেম্বার হয়ে আইনজীবী হওয়া যেত কিন্তু আজ সময়ের সাথে পুরো পদ্ধতি  পাল্টে গেছে কারন এখানেও প্রতিযোগিতা বেড়ে গেছে ।
চলুন দেখা  যাক ধাপগুলো  আপনি কিভাবে আইনজীবী হেতে পারবেন
আইনজীবী হতে হলে প্রথমে আপনাকে আইন বিষয়ে এল এল বি কোর্স সর্ম্পূন্ন করতে হবে ।
এল এল বি কোর্স সম্পূন্ন করতে আপনাকে বাংলাদেশের যে কোন UGC কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলজ থেকে ল পাশ করতে হবে ।
বাংলাদেশে  দুই ভাবে এল এল বি কোর্স সম্পূন্ন করা যায় ।
এক যে কোন বিভাগ থেকে  এইচ এসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমে আইন  অনুষদে ভর্তি হয়ে  ৪ বছরের  এল এল বি কোর্স সর্ম্পূন্ন করা যায় ।
আপনি চাইলে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদে ভর্তি হয়ে এল এল বি কোর্স সর্ম্পূন্ন করতে পারেন ।
দ্বিতীয়ত ৪ বছরের অনার্স বা ৩ বছরের ডিগ্রি কোর্স সম্পূন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ বছরের এল এল বি কোর্স সর্ম্পূন্ন করতে পারেন ।
আপনি চাইলে সরকারী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যামে সন্ধ্যাকালীন ২ বছরের  এল এল বি কোর্সে ভর্তি হয়ে এল এল বি কোর্স সর্ম্পূন্ন করতে পারেন।    


এল এল বি পাশ করার পর আপনাকে বাংলাদেশ বার কাউন্সিল থেকে  একটি ইন্টিমেশন ফর্ম  সংগ্রহ   করতে হবে । তার পর সেই ফরম পূর্ণ করে বার কাউন্সিলের সেক্রটারি বরাবর প্রেরণ করতে হবে ।
প্রেরণকৃত ফরম বার কাউন্সিল কর্তৃক গ্রহীত হওয়ার ছয় মাসের মধ্য বার কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করকে আপনার বরাবর।
ইন্টিমেশন জমা প্রদানের সময় প্রর্থীকে
যে বারের অধীনে শিক্ষানবিশ কাল অতিক্রম করেছেন সেই বারের নাম
সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সমস্ত সনদ
এক হাজার দুইশত টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের রশিদ,
শিক্ষানবিশ এর এ্যাফিডেভিট
ছবি  সংযক্ত করতে হবে ।
৬ মাস অতিক্রম হলে অ্যাডভোকেট তালিকাভুক্তির (প্রিলিমিনারি)পরীক্ষার তারিখ জানিয়ে আপনাকে ওই পরীক্ষায় অংশগ্রহনের জন্য ফরম পূরন সাপেক্ষে কিছু কাগজ সংযুক্তি করার জন্য যানানো হবে ।
৬ মাসের মধ্য যদি প্রলিমারি পরীক্ষা আসে তাহলে আপনি পরীক্ষার জন্য আবেমদন করতে পারবেন না ৬ মাস অতিক্রম হওয়ার পরই অপনি পরীক্ষার জন্য অবেদন করতে পারবেন । 
ইন্টিমেশন নিয়ে আপনি যে আইনজীবীর কাছে শিক্ষানবিশ অতিক্রম করতে চান সেই আইনজীবীর সাক্ষার নিবেন । যে দিন থেকে সাক্ষর নিবেন সে দিন থেকে ৬ মাস গণণা করা হবে ।

সংযুক্তি কাগজ গুলো হলো
পরীক্ষায় আবেদন করার জন্য নিধারিত পরীক্ষার ফি এর ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের রশিদ,
শিক্ষানবিশ সমাপন প্রত্যয়ন পত্র
পূর্ণ বিবরণের সাথে শিক্ষার্থী ও তার সিনিয়রের সাক্ষার
সিনিয়র এর সাথে উপস্থিত থাকা মামলার শুনানির সময় কমপক্ষে পাঁচটি দেওয়ানি ও ফৌজদারি মামলার  সিলমহর ও তারিখ যুক্ত তালিকা
শিক্ষাগত যোগ্যতার সব সনদ
চারিত্রিক সদন ও
ছবি 
তারপরে বার কাউন্সিল এ্যাডমিট কার্ড বিতরণ করবেন প্রিলিমারি পরীক্ষা নিবেন এবং রেজাল্ট প্রদান করবেন ।  
প্রিলিমারি পরীক্ষা তিন ভাগে বিভক্ত
এম সি  কিউ (MCQ)।  সময় 1 ঘন্ট,পূর্নমান  100  =পাশ মার্ক 50 ( নেগেটিভ মার্ক রয়েছে প্রতি 4 টি ভুলের জন্য 1 মার্ক কেটে নেওয়া হবে ।
লিখিত 100 মার্ক
১০০ নম্বরের মৌখিক
এম সি  কিউ (MCQ) পাশ করলে লিখিত তে অংশগ্রহন করা যাবে লিখিততে পাশ করলে ভাইভা তে

পরীক্ষার বিষয় সমূহ
The Code of civil Procedure , 1908
The Specific Relief Act, 1877
The Code of Criminal Procedure, 1898
The Penal Code 1860
The Evidence Act, 1872
The Limitation Act, 1908
Professional Ethics , Bar Council Order & Rules, Legal Decisions  and Reports

মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হলে আপনি পেয়ে যাবেন আইনজীবী হওয়ার সদন। আপনি হয়ে গেলেন অ্যাডভোকেট জর্জ কোট এর ।
হাইকোট ও সুপ্রিম কোটের উকিল হওয়ার জন্য আরো কিছু ধাপ আপনাকে অতিক্রম করতে হবে ।



















No comments

Powered by Blogger.